
দক্ষিণ কেরানীগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন:
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৩ আসনের মনোনীত প্রার্থী ও ঢাকা জেলা নায়েবে আমির অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামী কখনো চাঁদাবাজি করে না, চাঁদাবাজদের আশ্রয়ও দেয় না। সমাজে সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ।
শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কার্যালয় উদ্বোধন ও কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জামায়াত সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠা ও ন্যায়-ইনসাফ কায়েমের লক্ষ্যে কাজ করছে। তাই আগামী নির্বাচনে দাড়ি পাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঢাকা জেলা সুরা সদস্য এডভোকেট মীর আতাউর রহমান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আমির মোহাম্মদ ইলিয়াস। সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ হানিফ মিয়া। তেঘরিয়ার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে ইসলামিক সংগীত পরিবেশন করেন।
মোঃ আসিফ চৌধুরী
১২.০৯.২০২৫




















