
নিজস্ব প্রতিবেদক:-
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী প্রয়াত রিজভী হাওলাদারের পরিবারের হাতে অনুদান প্রদান করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লা থানাধীন কুতুবপুর দেলপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুদান তুলে দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হয়।
অনুদান গ্রহণ করেন প্রয়াত রিজভী হাওলাদারের ছেলে ও মেয়ে। উল্লেখ্য, ‘বিএনপি পাগল’ নামে পরিচিত রিজভী হাওলাদার সবসময় কাফনের কাপড় পরে বিএনপির প্রতিটি কর্মসূচিতে উপস্থিত থাকতেন। দীর্ঘ সাত বছর আগে তার মৃত্যু হলেও তারেক রহমান তার পরিবারের দায়িত্ব নিয়েছেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. পিয়াস খন্দকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক, কুতুবপুর ইউনিয়ন বিএনপি
আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি
মাজহারুল ইসলাম রিজভী, সভাপতি, ফতুল্লা থানা শ্রমিক দল , নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য রিয়াজুল ইসলাম,
ইউনুছ তালুকদার, সভাপতি, গার্মেন্ট শ্রমিক দল
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য ও বরিশাল-৪ আসনের মানবিক নেতা এডভোকেট এম. হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জনাব অধ্যাপক মামুন মাহামুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা এনায়েত হোসেন, জামাল হাওলাদার, জাফর তালুকদার, মুক্তিযোদ্ধা প্রজন্মের তারেক আজিজ, আক্তার হোসেন, সফিকুল ইসলাম শান্ত, সাকিল শাহ, রাকিব, রশিদ হোসেন, মিজান ঢালীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজনে বক্তারা প্রয়াত রিজভী হাওলাদারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দলের প্রতি তাঁর অসীম ভালোবাসা ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে তারেক রহমানের মানবিক উদ্যোগের প্রশংসা করে বক্তারা বলেন, বিএনপি কখনোই নিবেদিতপ্রাণ কর্মীদের ভুলে যায় না।

























