
ঢাকা প্রতিনিধি:-
আতিকুর রহমান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলার কোনাখোলা শ্রী শ্রী দূর্গা মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের ৪ বারের সাবেক সংসদ সদস্য আমানউল্লাহ আমান এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আমানউল্লাহ আমান বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। রাষ্ট্র কারো একার নয়, বরং সবার। তাই নিরাপত্তা পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। বিএনপি সর্বদা এই নীতি অনুসরণ করে এসেছে এবং ভবিষ্যতেও করবে।”
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে তবে ঢাকা-২ আসনের আওতাধীন মডেল থানার সকল এলাকায় গ্যাস সংযোগ নিশ্চিত করা হবে। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।
তারেক রহমানকে শক্তিশালী করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি যখন ডাকসুর ভিপি হয়েছিলাম , তখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে এই এলাকার উন্নয়নের অঙ্গীকার আদায় করেছিলাম। সেই ধারাবাহিকতায় মডেল থানাধীন এলাকার সকল রাস্তা,ব্রীজ ফায়ার সার্ভিস থেকে শুরু করে বাছিলা থেকে মোহাম্মদ পর্যন্ত সড়ক নির্মাণ করেছি। বিএনপি উন্নয়নে বিশ্বাসী দল।
মতবিনিময় সভায় ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, বিএনপি সর্বদা সব ধর্মাবলম্বীদের উৎসবে অংশগ্রহণ করে আসছে। জনগণের আস্থা ও সমর্থনই বিএনপির শক্তি। আসন্ন দিনগুলোতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে দেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি। তিনি আরো বলেন আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে ঢাকা ২ আসনের ঘরে ঘরে গ্যাস সংযোগ পৌঁছে দেব ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন জাকির, বিএনপি নেতা শামসুল ইসলাম লিটন, তারেক ইমাম বাবুল, সেলিম রেজা, মো. ফিরোজ মিয়া, বাস্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী সামসুল ইসলাম, শাক্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, কেরাণীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, যুবক দলের আহ্বায়ক মহসিন কবীর, জাসাস নেতা সাফায়েত হোসেন প্রমুখ।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বিএনপি নেতাদের উপস্থিতিকে স্বাগত জানান এবং এলাকার উন্নয়নসহ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিএনপির ভূমিকার প্রশংসা করেন।




















