
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জ-এর নবগঠিত কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় পর্ব ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ইউএনও কার্যালয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ইউএনও’র সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সাংবাদিক নেতারা উপজেলার সামগ্রিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও গণমানুষের সমস্যা-সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
পরে তারা থানা অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিক ইউনিয়নের কার্যক্রম তুলে ধরেন এবং মুক্ত গণমাধ্যম ও ন্যায়ের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় ইউএনও ও ওসি নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি সুশৃঙ্খল ও সুন্দর সমাজ গঠনে তাদের ভূমিকা অনন্য।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জ-এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















