
বরিশাল প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন। এসময় তিনি পূজার আনন্দঘন পরিবেশে উপস্থিত হয়ে ধর্মীয় সম্প্রীতির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং মন্ডপ কমিটির হাতে নগদ অর্থ উপহার প্রদান করেন।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি বরিশাল জেলা উত্তর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক হাওলাদার, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী গোলাম ওয়াহিদ হারুন এবং কৃষকদল বরিশাল জেলা উত্তর আহবায়ক নলী মোঃ জামাল হোসেন। এছাড়াও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
মেজবা উদ্দিন ফরহাদ বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। বিএনপি সবসময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে। পূজার এই আনন্দঘন মুহূর্তে হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বিএনপি নেতাদের উপস্থিতি ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরণের সহমর্মিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।




















