, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মেহেন্দিগঞ্জে নদী ভাঙন রোধে মানবিক নেতা এডভোকেট এম. হেলাল উদ্দিনের উদ্যোগ, একনেকে অনুমোদনের অপেক্ষায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাস্তুহারা দলের উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হিজলায় মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত  মেহেন্দিগঞ্জে খালেদা জিয়ার শোক সভায় রাজিব আহসান নিজে কাঁদলেন এবং সবাইকে কাঁদালেন পুরান ঢাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছে ইউরো ফেমাস ক্লাব আনন্দঘন পিকনিকে মুখর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশ ও সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নিপুন রায় চৌধুরী গ্যাসের দামে কারসাজি সংবাদ প্রকাশের পর কেরানীগঞ্জে মোবাইল কোর্ট, জরিমানা ৩২ হাজার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কেন্দ্রীয় যুবদল সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির সৌজন্য সাক্ষাৎ চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু

উদ্বোধন হলো বহুল কাঙ্ক্ষিত জিও ব্যাগ ফেলানো, কাজের উদ্বোধন করলেন এডভোকেট এম হেলাল উদ্দিন

  • প্রকাশের সময় : ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ৮৬ পড়া হয়েছে

oplus_0

 

 

মোঃ আতিকুর রহমান

বরিশাল প্রতিনিধি:-

 

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঢালীরহাট এলাকায় মেঘনা ও ইলিশা নদীর ভাঙন রোধে বহুল কাঙ্ক্ষিত ও প্রতীক্ষিত জিও ব্যাগ ফেলানোর কাজের উদ্বোধন হয়েছে। শুক্রবার (৩রা অক্টোবর) জুম্মার নামাজের পর আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন মানবিক নেতা, সহকারী অ্যাটর্নি জেনারেল ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এম হেলাল উদ্দিন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এম হেলাল উদ্দিন বলেন, “নদীভাঙন শুধু জমি বা বাড়িঘর কেড়ে নেয় না, মানুষের স্বপ্নও কেড়ে নেয়। তাই এই ভাঙন প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—চাঁনপুরের মানুষকে ভাঙনের ভয় থেকে রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।তিনি আরো বলেন ইনশাআল্লাহ আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে স্থায়ী বেরিবাঁধ ও ব্লক এর মাধ্যমে যাতে এ এলাকা রক্ষা করা যায়। আপনারা সবাই আমার পাশে থাকলে ইনশাআল্লাহ যে কোন কাজ আমি করে যাবো। তিনি আরো বলেন আমি ওয়াদা দেই না কাজ করার চেষ্টা করি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান, ওসি (তদন্ত) মতিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মুন্সি, চাঁনপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন তালুকদার, যুবদল নেতা সবুজ ঢালী, বিএনপি নেতা ও সাবেক মেম্বার ফিরুজ হাওলাদার, ওলামা দলের নেতা মাওলানা লুৎফুল্লাহ, আঃ রশিদ ঢালী, মিন্টু ঢালী, মাহাবুব ঢালী, সাইফুল ইসলাম সুমন ঢালীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনরা।

 

 

এসময় বক্তারা বলেন, বহু বছর ধরে চাঁনপুর ইউনিয়নের মানুষ মেঘনা ও ইলিশা নদীর ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছে। প্রতিদিন কোথাও না কোথাও ঘরবাড়ি, কৃষিজমি ও শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আজকের এ উদ্যোগ স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পূরণের সূচনা করেছে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এডভোকেট এম হেলাল উদ্দিনের নেতৃত্বে নদীভাঙন প্রতিরোধের এ কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

 

স্থানীয় এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “আমাদের জীবনের সবচেয়ে বড় ভয় নদীভাঙন। আজ জিও ব্যাগ ফেলার কাজ শুরু হওয়ায় আমরা অনেকটা আশ্বস্ত হয়েছি। আমরা চাই এই কাজ যেন নিয়মিতভাবে হয় এবং স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা নেওয়া হয়।

 

উল্লেখ্য, বরিশাল অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা হলো নদীভাঙন। প্রতি বছর হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ছে। এ প্রেক্ষাপটে ঢালীরহাট এলাকায় জিও ব্যাগ ফেলানোর কাজ শুধু নদীভাঙন প্রতিরোধ নয়, বরং মানুষের জীবন-জীবিকা রক্ষার নতুন আশার আলো হিসেবে দেখা দিয়েছে।

জনপ্রিয়

মেহেন্দিগঞ্জে নদী ভাঙন রোধে মানবিক নেতা এডভোকেট এম. হেলাল উদ্দিনের উদ্যোগ, একনেকে অনুমোদনের অপেক্ষায়

উদ্বোধন হলো বহুল কাঙ্ক্ষিত জিও ব্যাগ ফেলানো, কাজের উদ্বোধন করলেন এডভোকেট এম হেলাল উদ্দিন

প্রকাশের সময় : ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

 

 

মোঃ আতিকুর রহমান

বরিশাল প্রতিনিধি:-

 

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঢালীরহাট এলাকায় মেঘনা ও ইলিশা নদীর ভাঙন রোধে বহুল কাঙ্ক্ষিত ও প্রতীক্ষিত জিও ব্যাগ ফেলানোর কাজের উদ্বোধন হয়েছে। শুক্রবার (৩রা অক্টোবর) জুম্মার নামাজের পর আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন মানবিক নেতা, সহকারী অ্যাটর্নি জেনারেল ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এম হেলাল উদ্দিন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এম হেলাল উদ্দিন বলেন, “নদীভাঙন শুধু জমি বা বাড়িঘর কেড়ে নেয় না, মানুষের স্বপ্নও কেড়ে নেয়। তাই এই ভাঙন প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—চাঁনপুরের মানুষকে ভাঙনের ভয় থেকে রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।তিনি আরো বলেন ইনশাআল্লাহ আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে স্থায়ী বেরিবাঁধ ও ব্লক এর মাধ্যমে যাতে এ এলাকা রক্ষা করা যায়। আপনারা সবাই আমার পাশে থাকলে ইনশাআল্লাহ যে কোন কাজ আমি করে যাবো। তিনি আরো বলেন আমি ওয়াদা দেই না কাজ করার চেষ্টা করি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান, ওসি (তদন্ত) মতিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মুন্সি, চাঁনপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন তালুকদার, যুবদল নেতা সবুজ ঢালী, বিএনপি নেতা ও সাবেক মেম্বার ফিরুজ হাওলাদার, ওলামা দলের নেতা মাওলানা লুৎফুল্লাহ, আঃ রশিদ ঢালী, মিন্টু ঢালী, মাহাবুব ঢালী, সাইফুল ইসলাম সুমন ঢালীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনরা।

 

 

এসময় বক্তারা বলেন, বহু বছর ধরে চাঁনপুর ইউনিয়নের মানুষ মেঘনা ও ইলিশা নদীর ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছে। প্রতিদিন কোথাও না কোথাও ঘরবাড়ি, কৃষিজমি ও শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আজকের এ উদ্যোগ স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পূরণের সূচনা করেছে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এডভোকেট এম হেলাল উদ্দিনের নেতৃত্বে নদীভাঙন প্রতিরোধের এ কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

 

স্থানীয় এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “আমাদের জীবনের সবচেয়ে বড় ভয় নদীভাঙন। আজ জিও ব্যাগ ফেলার কাজ শুরু হওয়ায় আমরা অনেকটা আশ্বস্ত হয়েছি। আমরা চাই এই কাজ যেন নিয়মিতভাবে হয় এবং স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা নেওয়া হয়।

 

উল্লেখ্য, বরিশাল অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা হলো নদীভাঙন। প্রতি বছর হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ছে। এ প্রেক্ষাপটে ঢালীরহাট এলাকায় জিও ব্যাগ ফেলানোর কাজ শুধু নদীভাঙন প্রতিরোধ নয়, বরং মানুষের জীবন-জীবিকা রক্ষার নতুন আশার আলো হিসেবে দেখা দিয়েছে।