
মোঃ আতিকুর রহমান
ঢাকা প্রতিনিধি:-
ঢাকা জেলার কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম কালাম মেম্বারের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় আগানগর রয়েল কমিউনিটি সেন্টারে এ মিলাদ ওদোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির নেতা জহিরুল ইসলাম বাবুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও কেরানীগঞ্জের কৃতি সন্তান রেজাউল কবির পল।
তার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,গত এক বছর আগেও আমরা এভাবে উন্মুক্তভাবে কোনো অনুষ্ঠান করতে পারতাম না। আজকে আমরা আবার সংগঠিত হচ্ছি, ঐক্যবদ্ধ হচ্ছি—এটাই আমাদের শক্তি।”
বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন,আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই বয়সেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কারাগারে থেকে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তিনি আমাদের প্রেরণা।
তিনি আরও বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের গণতন্ত্র রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দীর্ঘ ১৭ বছর দেশের কোনো মিডিয়া তার বক্তব্য প্রচার করতে পারেনি, কিন্তু তিনি তবুও হাল ছাড়েননি। আমি যদি আপনাদের দোয়া ও সমর্থন পাই, ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চাইবো। দল যদি আমাকে দায়িত্ব দেয়, আমি আপনাদের সঙ্গে নিয়ে কাজ করবো।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী দেলোয়ার হোসেন মাসুম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা যুবদল;আব্দুল হামিদ লাল, সালাম আহমেদ সালাম, সাবেক সদস্য, ঢাকা জেলা যুবদল।
এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে মরহুম কালাম মেম্বারের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।




















