
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
কেরানীগঞ্জে দীর্ঘ ১৭ বছর পর জিনজিরা ইউনিয়ন পরিষদের চার তলা বিশিষ্ট একটি নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে জিনজিরা ইউনিয়নের অমৃতপুরে এই নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। জিনজিরা ইউনিয়ন পরিষদের একতলা বিশিষ্ট পুরাতন ভবনটি দীর্ঘদিন যাবত পরিত্যাক্ত অবস্থায় পরেছিল। ভবনটি ভেঙে সেখানে চারতলা বিশিষ্ট একটি নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।
পরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময়সভার আয়োজন হয়। জিনজিরা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামানের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার( ভূমি) আফতাব আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস ছাত্তার বেগ প্রমূখ।
এ মতবিনিময় সভায় জিনজিরা ইউনিয়ন পরিষদের বিভিন্ন সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।




















