
হিজলা প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সারাদেশে প্রচারনা চালাচ্ছেন। তার ধারাবাহিকতায় বরিশালের হিজলায় জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজলের নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে।
রবিবার বিকাল পাঁচটায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে হিজলা মেহেন্দিগঞ্জ আসনের সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ এর পক্ষে তারেক রহমানের ৩১ দফার প্রচার পত্র পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন গুয়াবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রিপন খান, বিএনপির নেতা খোরশেদ হাওলাদার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আলম স্বপন,যুবদল নেতা মাহবুবুল হক সুমন তালুকদার,শামীম আকন,রফিক হাওলাদার, আলতাফ হোসেন, বাদশাহ বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মহিউদ্দিন টিপু হাওলাদার, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি কাজী হেলাল,ছাত্রদল নেতা আরিফ তালুকদার প্রমূখ।




















