
১১নং চাঁনপুর ইউনিয়ন কৃষক দলের ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১১নং চাঁনপুর ইউনিয়নে কৃষক দলের ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় স্থানীয় চাঁনপুর ইউনিয়নের ঝোড়খালি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁনপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন তালুকদার আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সক্রিয় কর্মী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিনিধি বৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন চাঁনপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জনাব মোঃ হানিফ ঢালী এবং পরিচালনা করেন মো ইব্রাহিম বকশি।
বক্তারা বলেন, “দলকে তৃণমূল থেকে সুসংগঠিত করতে হলে ওয়ার্ড কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন নেতৃত্ব সৃষ্টি এবং কর্মীদের সম্পৃক্ত করাই আমাদের মূল লক্ষ্য।”
সভায় দ্রুততম সময়ে ১১নং চাঁনপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আগ্রহী কর্মীদের আবেদন গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য বিশেষ মোনাজাত করা হয়।