
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জনাব রাজিব আহসান মেহেন্দিগঞ্জের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২ টায় মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের মাল্টিপারপাস হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি এবং সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব গিয়াসউদ্দিন দিপেন জমদ্দার।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব রাজিব আহসান।
সাংবাদিকের প্রশ্নের জবাবে জনাব রাজীব আহসান বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ, সত্য তুলে ধরার মাধ্যমে আপনারাই জনগণকে সঠিক দিকনির্দেশনা দেন। তাই আমাদের গণতান্ত্রিক আন্দোলনে আপনাদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন,মেহেন্দিগঞ্জ ও হিজলার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। নদীভাঙন, কর্মসংস্থানের সংকট, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা—এসব সমস্যার সমাধানে বিএনপি ক্ষমতায় এলে এলাকাবাসীর জন্য টেকসই উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হবে। তিনি আরো বলেন মেহেন্দিগঞ্জের আগে অবহেলিত নাম আল্লামা যদি সুযোগ দেয় মেহেন্দিগঞ্জ থেকে অবহেলিত নাম মুছে দেওয়ার চেষ্টা করবো।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহিন লিটন, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, রাজিব আহসান একজন তরুণ, শিক্ষিত, সৎ ও ত্যাগী নেতা। তিনি বিএনপির তৃণমূল সংগঠন থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন। তার মতো নেতৃত্ব মেহেন্দিগঞ্জ-হিজলার উন্নয়নের জন্য আশার আলো।
সভায় উপস্থিত সাংবাদিকরা স্থানীয় নানা সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার নিয়ে রাজিব আহসানের সঙ্গে মতবিনিময় করেন। বিশেষ করে নদীভাঙন প্রতিরোধ,রাস্তা ঘাট, বিনোদন পার্ক সব নানাবিধ উন্নয়নের কথা তুলে ধরেন।




















