
নিজস্ব প্রতিবেদক:-
লৌহজং থানার ওসি তদন্ত গণমাধ্যম কর্মীর উপর ক্ষুব্ধ হয়ে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং সাংবাদিকদের সাথে অসদাচরণ করে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেন লোহজং থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মনিরুজ্জামান।
একজন ভিকটিমের মারামারির ঘটনার বিষয় জানতে চাইলে ওসি ওসি তদন্ত মনিরুজ্জামান সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে যান এবং সাংবাদিক সঙ্গে মামলা সংক্রান্ত বিষয় কোনরকম কথা বলতে তিনি রাজি নয় বলে জানিয়ে দেন।এবং কি কারণে মামলাটি তিনি গ্রহণ করেন নি এ বিষয়ে এই নিয়ে সাংবাদিকদের সাথে কোনরকম কথা বলতে রাজি নয় বলে সাব জানিয়ে দেন। সাংবাদিকগণ তার দরজার দাঁড়িয়ে থাকতে দেখে তিনি ক্ষুব্ধ হয়ে সাংবাদিক দের সাথে ভাগ-বিতণ্ডে জড়িয়ে পড়েন এবং সাংবাদিকদের ক্যামেরা ও মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
ওসি মনিরুজ্জামান উত্তেজিত হয়ে সাংবাদিক দের ধাক্কা দিয়ে বলতে থাকেন আপনারা যা পারেন আমাকে করেন আমাকে কিছু করা এত সহজ নয় এই ধরনের অশালীন কথা বলতে বলতে রুমের দরজা বন্ধ করেদেন এবং পরবর্তীতে বের হয়ে এসে সাংবাদিক দের বিভিন্ন হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করেন এবং বলেন সবাইকে দেখে নিবো আপনাদের মত সাংবাদিকরা আমাকে যা পারেন করেন আমিও আপনাদেরকে দেখে নিব এই ধরনের সাংবাদিকদের পিটিয়ে আমার অভ্যাস আছে আপনারা মামলা কতটি খেতে পারেন আমি দেখব বলে হুমকি দেন।



















