
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
ঢাকা-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলাম–এর উদ্যোগে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।
আজ শনিবার (১৫ নভেম্বর) শনিবার সকালে উপজেলার তেঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা-৩ আসনের জামায়েত ইসলামীর প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম।
দিনব্যাপী আয়োজনটিতে গাইনি,চক্ষু,লিভার, নাক,কান,গলা এবং মেডিসিন ও চর্ম শিশু বিশেষজ্ঞ এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। নারী, শিশু ও প্রবীণসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ বিনামূল্যে সেবা গ্রহণ করেন।
ক্যাম্প উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অধ্যক্ষ শাহীনুর ইসলাম বলেন,
“এলাকার মানুষ যেন ন্যূনতম স্বাস্থ্যসেবার জন্য কষ্ট না পায়—এটাই আমাদের মূল লক্ষ্য। তাই আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি।”তিনি আরও বলেন,“স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। আমাদের সমাজে বৃত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রাজনৈতিক মতভেদ যেমনই হোক, মানুষের কল্যাণে আমাদের সবার এগিয়ে আসা জরুরি।” তিনি আরো বলেন,আগামী দিনে বাংলাদেশের জনগণ জামায়াতে ইসলামীকে রাষ্ট্র প্রদানের দায়িত্ব পরিচালনায় বিশেষ করে আমাকে ঢাকা -৩ আসনে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। মানুষের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন,“তেঘরিয়ার মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার প্রতিদান আমি জনসেবার মাধ্যমেই দিতে চাই। এই ক্যাম্প সেই প্রচেষ্টারই একটি অংশ।”
আয়োজকরা জানান, এলাকার সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখা হবে।
এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঢাকা জেলা সুরা সদস্য এডভোকেট মীর আতাউর রহমান ও সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ হানিফ মিয়া।এছাড়া কাজী বেলাল উদ্দিন তথ্য ও যোগাযোগ কর্ম পরিষদ সদস্য, এবং তেঘরিয়ার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।



















