
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।
গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের নির্দেশনায় ডিবি–দক্ষিণের ওসি মো. সাইদুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক মো. ইয়াকুব আলী ও সঙ্গীয় ফোর্স এ অভিযান চালান।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম রাব্বী হোসেন (২৬)। তিনি কেরানীগঞ্জের আতাসুর পশ্চিমপাড়ার বাসিন্দা। তাঁর কাছে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, রাব্বীর বিরুদ্ধে এর আগেও দুটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২২ সালে রাজধানীর কোতোয়ালি থানায় ডাকাতির মামলা এবং ২০২৫ সালের মার্চে কেরানীগঞ্জ মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নতুন করে একটি মামলা রুজু হয়েছে। গ্রেপ্তার রাব্বীকে আজ আদালতে সোপর্দ করেছে পুলিশ।



















