
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) কর্তৃক একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সাইদুল ইসলাম, অফিসার ইনচার্জ, ডিবি (দক্ষিণ), ঢাকা জেলা। তাঁর নেতৃত্বে উপ-পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ইয়াকুব আলী ও সঙ্গীয় ফোর্সসহ ডিবি (দক্ষিণ)-এর একটি চৌকস টিম ২৫ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রাত ২২:৩০ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকায় অভিযানে অংশ নেয়।
অভিযানে পেশাদার মাদক ব্যবসায়ী
১। মোঃ রাব্বি ওরফে সাব্বির (৩০)
পিতা: মোঃ শাহজাহান
মাতা: শামীমা বেগম
স্থায়ী ঠিকানা: ১৩৩/১ আবুল হাসনাত রোড, বংশাল, ঢাকা মহানগর
বর্তমান ঠিকানা: গোলাম বাজার, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা জেলা
কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নং-৬২, তারিখ ২৬/১১/২০২৫ খ্রিঃ, ধারা— মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।














