
কবির হোসেন দেওয়ান:-
১১ নং চাঁনপুর ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বাদ মাগরিব ইউনিয়নের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ সভা সম্পন্ন হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন চাঁনপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক নাসির উদ্দিন তালুকদার যুগ্ম আহবায়ক কাসেম বিশ্বাস,আমির হোসেন দেওয়ান , বলু আকন, সবুজ মাঝি,হারুন বিশ্বাস,
সবুজ ঢালী, মোঃ সাইফুল দেওয়ান কৃষক দল আহবায়ক মোঃ হানিফ ঢালী।
সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে সংগঠনের প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন সময়ের দাবি। সুষ্ঠু, সুন্দর ও সংগঠিতভাবে নির্বাচন পরিচালনা করতে হলে ওয়ার্ড পর্যায়ে দক্ষ, নিষ্ঠাবান ও ত্যাগী নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করা অপরিহার্য। এ লক্ষ্যে প্রত্যেকটি ওয়ার্ডে দায়িত্বশীল নেতৃত্ব নির্বাচন, ভোটারদের সাথে নিয়মিত যোগাযোগ এবং মাঠ পর্যায়ে দলের কর্মসূচি বাস্তবায়নের উপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে ওয়ার্ড ভিত্তিক সাংগঠনিক শক্তি আরও সুসংহত করা জরুরি। আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে ওয়ার্ড পর্যায় থেকেই সংগঠনকে শক্তিশালী করা হবে।
সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে বিভিন্ন পরামর্শ ও মতামত প্রদান করেন। তারা আশা প্রকাশ করেন, খুব শিগগিরই প্রতিটি ওয়ার্ডে সুসংগঠিত নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে দলীয় কার্যক্রম আরও গতিশীল করা হবে।














