
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
ঢাকার কদমতলী থানার আলমবাগ এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ১০২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব–১০।
র্যাব জানায়, গতকাল মঙ্গলবার রাত প্রায় ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব–১০–এর সিপিসি–১–এর একটি দল অনির্বাণ ক্লাব রোডের পাশে অভিযান চালায়। অভিযানে একটি বাড়ির পাশ থেকে অস্ত্র ও মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় তারা নিয়মিতভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে বাহিনীটি।
উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা–পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাবের ভাষ্যমতে, এ ধরনের অভিযান প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তারা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।
মোঃ আসিফ চৌধুরী
০৩:১২:২০২৫














