
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জের উলানিয়া লিডারশীপ অ্যাসোসিয়েশনের তৃতীয় বার্ষিক অনুষ্ঠান ২০২৫ উপলক্ষে দরিদ্র অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর, শুক্রবার সকাল ৯ টায় স্থানীয় নয়াখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত শীতবস্ত্র উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,নুরুল ইসলাম নান্টু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উলানিয়া লিডারশীপ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আইনজীবী এম এ জসিম।
বক্তব্য রাখেন, উলানিয়া লিডারশীপ অ্যাসোসিয়েশন’র সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, সমাজ সেবক আসাদুল ইসলাম আজাদ, লিডারশীপ অ্যাসোসিয়েশনের পরিচালক মোঃ আবির হাওলাদার নিপু, মাষ্টার মোঃ জসিম উদ্দিন, এডভোকেট মোঃ রিয়াজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরিয়ার রাশেদ,সহ-শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক সাব্বির মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মুরাদ হোসেন মুহিদ প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন, ভাইস-চেয়ারম্যান আবদুর রব মৃধা, পরিচালক পারভেজ হাওলাদার ও আজিজুর রহমান মামুন। পরে দরিদ্র অসহায় পরিবার সদস্যদের মাঝে শীতবস্ত্র উপহার দেওয়া হয়। বিকালে একই মাঠে ১দিন ব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন লিডারশীপ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এডভোকেট এম এ জসিম। পিঠা উৎসবে ২০ স্টলে দেশীয় বাহারী নানা ধরনের পিঠার সমাহার ঘটে। নারী পুরুষ শিশু বৃদ্ধসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সমাগম হয় পিঠা উৎসবে।













