
লেখক: মোঃ আতিকুর রহমান
মা-বাবা দুইটি নাম,
জীবনের শ্রেষ্ঠ শ্রদ্ধার ধাম।
তাদের ছায়ায় বেড়ে উঠি,
আলো-আধার ছুঁয়ে জুটি।
বাবা আমার সাহস-ভরসা,
শিখিয়েছেন লড়াই, দিয়েছে আসা।
দিনের পরে রাত কাটে যাঁর ঘামে,
সেই বাবাই রাজা আমার স্বপ্নভবনে।
মা আমার ভালোবাসার গান,
যার কোলে পাই শান্তির স্থান।
যন্ত্রণার মাঝে হাসি খোঁজেন,
আমার ব্যথায় চোখে জল ভিজেন।
তারা আমার পথের দিশা,
তাদের ছাড়া সবই নিঃসঙ্গ নিঃসা।
তাদের মুখে সবার আগে দেখি,
জীবনের মানে, আশার রেখি।
তাদের দোয়া মাথার তাজ,
তাদের ভালোবাসা স্বর্গের আজ।
জীবনের প্রতিটি ধাপে,
মা-বাবা তুমি সাথেই থাকো বেঁচে।