, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনার মৃত্যুদন্ড রায়ের পর মিষ্টি বিতরণে সংঘর্ষ: বাবুগঞ্জে ছাত্রদল নেতার মৃত্যু কেরানীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার: ঢাকায় অবস্থানরত হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট বাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত স্বাধীন সংবাদের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নূরুল হক নূরকে আমন্ত্রণ বরিশাল-৫ এ প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন লায়ন উমার রাযী আজিমপুর কবরস্থানের দুর্ধর্ষ  চাঁদাবাজ আরমান গ্রেপ্তার ঢাকা-৩ আসনে অধ্যক্ষ শাহীনুর ইসলামের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবায় ভিড় এলাকাবাসীর জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সাধারণ সভা,ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, সন্দেহের সুযোগ নেই’– আমান উল্লাহ আমান  লোহজং থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মনিরুজ্জামানের সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা

ঢাকার কেরানীগঞ্জে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

  • প্রকাশের সময় : ০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ২০৮ পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

 

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :

 

সোমবার (২২ জুলাই) গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সাভার, আশুলিয়া ও গাজীপুরে একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ল্যাপটপ, এলইডি টিভি ও নগদ টাকা।

 

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ঢাকা জেলার কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

 

এর আগে, গত ২০ জুলাই গভীর রাতে দড়িগাঁও বটতলী বাজারে অবস্থিত একটি মুদি পণ্যের পাইকারি দোকানে ডাকাতি সংঘটিত হয়। পুলিশ জানায়, ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দোকানের তালা ভেঙে অফিসে ঢুকে মালামাল ও নগদ অর্থ লুট করে।

 

ডাকাতির ঘটনার পর প্রতিষ্ঠানটির মালিক কেরামত আলী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলেন—নাসির উদ্দিন, মোতালেব, শাহ আলম হোসেন, রমজান আলী, হাবিবসহ আরও একজন। পুলিশ জানিয়েছে, এদের কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে এবং তারা একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতের মামলা রয়েছে।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আক্তার হোসেন এবং ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) ওসি সাইদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

জনপ্রিয়

শেখ হাসিনার মৃত্যুদন্ড রায়ের পর মিষ্টি বিতরণে সংঘর্ষ: বাবুগঞ্জে ছাত্রদল নেতার মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশের সময় : ০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

ঢাকার কেরানীগঞ্জে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

 

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :

 

সোমবার (২২ জুলাই) গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সাভার, আশুলিয়া ও গাজীপুরে একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ল্যাপটপ, এলইডি টিভি ও নগদ টাকা।

 

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ঢাকা জেলার কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

 

এর আগে, গত ২০ জুলাই গভীর রাতে দড়িগাঁও বটতলী বাজারে অবস্থিত একটি মুদি পণ্যের পাইকারি দোকানে ডাকাতি সংঘটিত হয়। পুলিশ জানায়, ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দোকানের তালা ভেঙে অফিসে ঢুকে মালামাল ও নগদ অর্থ লুট করে।

 

ডাকাতির ঘটনার পর প্রতিষ্ঠানটির মালিক কেরামত আলী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলেন—নাসির উদ্দিন, মোতালেব, শাহ আলম হোসেন, রমজান আলী, হাবিবসহ আরও একজন। পুলিশ জানিয়েছে, এদের কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে এবং তারা একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতের মামলা রয়েছে।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আক্তার হোসেন এবং ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) ওসি সাইদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।