
মোঃ কুতুব উদ্দিন
ঢাকা
ঢাকা কেরানীগঞ্জ এ বরিশুর নেকরোজ বাগ জিঞ্জিরা এলাকায় ২৫ শে জুলাই ২৫ ইং শুক্রবার পদচারণা শেষে কর্ণেল আব্দুল হক বক্তব্য রাখেন দেশের জনগণের কল্যান এবং সত্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে –
কর্ণেল আব্দুল হক বর্তমান রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন,
তিনি আরও বলেন দেশের এই কটজিন পরিস্থিতি মোকাবেলা করতে দেশ কে সুস্থ রাখতে অবশ্যই একজন যোগ্য নেতার প্রয়োজন।
কেরানীগঞ্জ এর মানুষকে জিম্মি করে চাঁদাবাজি নেশা জমি দখন এসব শিখিয়েছে বিগত রাজনৈতিক নেতারা,
শিক্ষিত সমাজ গড়ে তুলতে হবে শিক্ষিত না হলে জাতি কখনোই বদলাতে পারেনা।
আগামী নির্বাচন নিয়ে তিনি জানান আপনাকে আমাকে নির্বাচিত করলে আমি আপনাদের কল্যানে নিয়োজিত থাকব,আমার কাছে যেকোনো বিষয় জানান,আমার কাছে আসতে সিন্ডিকেট লাগবে যেকোনো জনসাধারণের প্রবেশ যেকোনো সময়ই বৈধ থাকবে আপনাদের জন্যে।
কেরানীগঞ্জ এর সকল অন্যায় জুলুম চাঁদাবাজি নির্মূল করব এবং নেশা মুক করব আজীবনের জন্যে ইনশাআল্লাহ,
নির্বাচনী পদচারণা শেষে বিদায় নেন কর্ণেল আব্দুল হক।