
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও বিশিষ্ট রাজনীতিক জনাব মনির হোসেন মিনু সাহেবের আকস্মিক ও অকাল প্রয়াণে গভীর শোক নেমে এসেছে কেরানীগঞ্জবাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সকল স্তরে।
মরহুমের জানাজা আজ রাত ৯ ঘটিকায় তারানগর ইউনিয়নের আটি ভাওয়াল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। তাঁর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা জেলা বিএনপি, এবং কেরানীগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এক বিবৃতিতে বলা হয়, “জনাব মিনু সাহেব ছিলেন একজন সৎ, সাহসী ও নিবেদিতপ্রাণ সংগঠক। কেরানীগঞ্জে বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন সম্মুখসারির নেতৃত্বে। তাঁর মৃত্যুতে কেরানীগঞ্জ বিএনপি একজন অভিভাবককে হারাল।”