
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
ঢাকার কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শাক্তার নয়াবাজার এলাকায় পরিচালিত এ অভিযানে দুটি কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের নির্বাহী হাকিম সিমন সরকারের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের ঢাকা মেট্রো বিক্রয় বিভাগ–২ এর উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মাহবুব হোসেন। অভিযান পরিচালনায় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ সহায়তা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। এতে একটি খানাডুলি কারখানা ও একটি তারের কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে মালিক বা কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় জরিমানা বা আটক সম্ভব হয়নি।
তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।