
মোঃ আতিকুর রহমান
ঢাকা প্রতিনিধি:
১৫ আগস্ট ২০২৫, ঢাকা — জাতীয়তাবাদী সমবায় দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী সমবায়দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক এমপি অধ্যক্ষ নূরআফরোজ বেগম জ্যোতি।
এ সময় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মোকাম্মেল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আখতারুজ্জামান বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক এম এ হাফিজ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক রতন মিয়া, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক জনাব মেহেদী হাসান, মোহাম্মদ নাঈম মিয়া, মোহাম্মদ জাহাঙ্গীর, শাহজালাল, শাহ আলম বাবলু, শাহিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা স্মরণ করেন।