, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার কেরানীগঞ্জে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ প্রেস বিজ্ঞপ্তি:  দক্ষিণ কেরাণীগঞ্জে ডাকাতির ঘটনার সহিত জড়িত আসামীদের গ্রেফতার বিএনপি নেতা আব্দুল আউয়াল খান এর ৫ ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর শোকবার্তা ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার: ৩ জন ডাকাতির প্রাক্কালে র‌্যাব-১০ কর্তৃক কেরাণীগঞ্জে ভুয়া র‌্যাব গ্রেফতার। কেরানীগঞ্জে বিএনপি নেতা মহিউদ্দিনের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল.. বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল শোকবার্তা:- মাইলস্টোন স্কুলের ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে কেরানীগঞ্জে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগিয়ে দিয়েছে: দুর্বৃত্তরা 

প্রেস বিজ্ঞপ্তি:  দক্ষিণ কেরাণীগঞ্জে ডাকাতির ঘটনার সহিত জড়িত আসামীদের গ্রেফতার

  • প্রকাশের সময় : ১৩ ঘন্টা আগে
  • ১৮ পড়া হয়েছে

 

ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার কেরাণীগঞ্জ সার্কেল জনাব মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ও অফিসার ইনচার্জ দক্ষিন কেরাণীগঞ্জ থানা এর তত্ত্বাবধায়নে আভিযানিক টিম অদ্য ১১/০৭/২০১৫ খ্রিঃ তারিখ অভিযান পরিচালনা করেন।

ঘটনার বিবরণঃ-বাদী মোঃ কেরামত আলী (৪৬), পিতা-মোঃ মারফত আলী, মাতা-আমেনা বেগম, সাং-বালুয়াটেক,ডাকঘর-সোনাকান্দা, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা থানায় হাজির হইয়া লিখিতভাবে অভিযোগ দায়ের করেন যে, বাদী তাহার ঠিকানায় থাকিয়া দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন দড়িগাঁও বটতলী বাজার কবরস্থান সংলগ্ন আল খায়ের জামে মসজিদের নিচে অফিসে পাইকারী মুদি মালামালের ব্যবসায় করেন। প্রতিদিন সকাল ০৮.০০ ঘটিকা হইতে রাত অনুমান ১১.০০ ঘটিকা পর্যন্ত বাদী উক্ত অফিসে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করিয়া কার্যক্রম শেষে অফিস বাহির হইতে তালাবদ্ধ করিয়া বাসায় চলিয়া যান। ইং ২০/০৭/২০২৫ ভারিখ রাত অনুমান ০২,৪০ ঘটিকার সময় বাদী তার ম্যানেজার হুমাইয়ুনের মাধ্যমে সংবাদ পান যে, বাদীর উক্ত অফিসে ডাকাতির ঘটনা ঘটিয়াছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে বাদী ও তাহার পরিবারের লোকজন বাদীর অফিসে পৌছাইয়া দেখিতে পায় অফিসের তালা কাটা এবং ভিতরে সবকিছু এলোমেলো অবস্থায় পড়িয়া আছে। অফিসের ভিতরে প্রবেশ করিয়া দেখিতে পায় অফিসে থাকা সিসিউডি ক্যামেরা, ১০টি লকার, ১টি আলমারী ও ড্রয়ারের লকার ভাঙ্গা অবস্থায় এবং ৩টি এলইডি টিভি, যাহার মূল্য অনুমান ৪৫,০০০/-(পয়তাল্লিশ হাজার) টাকা, ১টি ল্যাপটপ, যাহার মূল্য অনুমান ৫৫,০০০/-(পঞ্চার হাজার) টাকা এবং অফিসের ক্যাস বক্সে থাকা অনুমান ২০,০০০/-(বিশ হাজার) টাকা নাই। পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়ে বাজারের নাইট গার্ড আমজাদ (৩২), পিতা-লালচীন, মাতা- মাজেদা, সাং-দড়িগাঁও বটতলী, থানা-দক্ষিন কেরাণীগঞ্জ, জেলা-ঢাকাকে জিজ্ঞাসা করিলে সে জানায়, ইং ২০/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ০১.৫০ ঘটিকার সময় অজ্ঞাতনামা ১০/১২জন ডাকাত বানীর অফিসের সামনে আসিয়া দায়িত্বরত নাইট গার্ডকে হত্যার হুমকি দিয়া তাছার পরিহিত গামছা ও স্যান্ড গেঞ্জি দিয়া হাত পা ও মুখ বাধিয়া মসজিদের সামুনের টিউবওয়েলের সাথে বাধিয়া আসামীদের সাথে থাকা হাইড্রোলিক রড কাটার ম্যাশিন দিয়া অফিসের কেচি গেইট ও সাটারের ১০টি তালা কাটিয়া অফিসের ভিতর প্রবেশ করে। ডাকাতরা অনুমান ৩০-৪০ মিনিট বাদীর অফিসের ভিতর ডাকাতি করিয়া অনুমান রাত ০২.৩০ ঘটিকার সময় বর্ণিত নগদ টাকাও মালামাল নিয়া আব্দুল্লাহপুর ভাওয়ারভিটির দিকে চলিয়া যায়। ঘটনার বিষয়ে বাদীর অভিযোগ ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৪৪, তারিখ- ২১/০৭/২৫; ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০ রুজু হয়।

থানায় মামলা রুজু হওয়ার পর পুলিশ সুপার ঢাকা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার কেরাণীগঞ্জ সার্কেল জনাব মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ও অফিসার ইনচার্জ দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এর তত্ত্বাবধায়নে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ, কেরাণীগঞ্জ মডেল থানা পুলিশ ও ডিবি (দক্ষিণ) এর সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। উক্ত চৌকস টিম তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলা ও আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে আসামী ১। মোঃ নাছির উদ্দিন (৫০), পিতা-মৃত চাঁন মিয়া মোল্লা, মাতা-সেলিনা বেগম, সাং-হলুদীয়া ওয়ার্ড নং-০৫, ইউপি-হলুদীয়া, মোল্লা বাড়ী, থানা-আমতলী, জেলা। বরগুনা, বর্তমান সাং-দীঘিরচালা ইলিয়াসের বাড়ীর ভাড়াটিয়া, থানা-বাসান, জেলা-গাজীপুর, ২। মোঃ মোতালেব, প্রমানিক (৩৭), পিতা-মৃত ময়দান প্রমানিক, মাতা-মনোয়ারা বেগম, সাং-নবীপুর, ওয়ার্ড নং-০৯, ইউপি-তালগাছ, থানা-শাহাজাতপুর, জেলা-সিরাজগঞ্জ, বর্তমানে টংঙ্গাবাড়ী, মাঝিপাড়া কবিরের বাড়ীর ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৩। মোঃ শাহ আলম হোসেন প্রামানিক (২৯), পিতা-শাহাজান প্রামানিক, মাতা-মৃত মরিয়ম বেগম, সাং-সেনগাতী, ওয়ার্ড নং-০৮, ইউপি-দুর্গানগর, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ, বর্তমান সাং- টংঙ্গাবাড়ী মাঝিপাড়া খালেক হাজীর বাড়ির ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৪। মোঃ রমজান আলী (৩০), পিতা-মৃত মজনু প্রামানিক, মাতা-মৃত পরি খাতুন, সাং-বলদীপড়া, ওয়ার্ড নং-০৫, ইউপি কাইয়ুমপুর, থানা-শাহাজাতপুর, জেলা-সিরাজগঞ্জ, বর্তমান সাং- টংঙ্গাবাড়ী মাঝিপাড়া খালেক হাজীর বাড়ির ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৫। হাবিব (২৮), পিতা- নুর মোহাম্মদ হাওলাদার, সাং- দক্ষিণ চরদেবর, থানা- হিজলা, জেলা- বরিশাল, বর্তমান সাং- তেলিপাড়া মীর মোশারফের বাড়ীর ভাড়াটিয়া, থানা-বাসন, জেলা-গাজীপুরদের গ্রেফতার করা হয় উক্ত আসামীগন জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করে।

জব্দকৃত আলামত: ০১। ০১ টি লাল কালো রংয়ের ১৫০ সিসি মোটর সাইকেল, ০২। ০১টি ড্রিল মেশিন,০৩। ০১ টি পাইপ রোজ, ০৪। ০২টি কোড়া বালি, ০৫। ০১টি হ্যাসকো রেড, ০৬। ০১টি লোহার রড, ০৭। ০১টি সেলাই রেঞ্জ, ০৮। ০১টি প্লাস,০৯। ০১টি ৫ পয়েন্ট মাল্টিপ্লাগ, ০২টি সাতুল একটি পালসার মোটরসাইকেল যাহা আসামী নাসির (৫০) এর নিকট হইতে উদ্ধার করা হয়। এছাড়াও সূত্রোক্ত মামলার মূল হোতা শাহাবউদ্দিন ওরফে সাবু (৩২), পিতা- মৃত আনোয়ার হোসেন, সাং- গাজীরচট মুন্সিপাড়া, থানা- আশুলিয়া, জেলা-ঢাকা এর বসত বাড়ীর শয়নকক্ষের খাটের নিচ হইতে পাটের বস্তা দ্বারা মোড়ানো অবস্থায় অস্ত্র মামলার আলামত ০২টি লুরিত এলইডি টেলিভিশন (১টি স্যামসাং ব্র‍্যান্ডের ও একটি ওয়ালটন ব্র‍্যান্ডের) উদ্ধার করা হয়। (উল্লেখ্য যে শাহাবউদ্দিন ওরফে সাবু (৩২) চাঁদপুর শাহারাস্তি থানার মামলা নং-৩, তারিখ-০৮/০৭/২৫খ্রিঃ, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড এর আসামী হওয়ায় তাকে উক্ত মামলার তদন্তকারী অফিসার এর নিকট হস্তান্তর করা হয়েছে পরবর্তীতে অত্র মামলায় পূনঃ গ্রেফতার দেখানো হবে)।

বিঃ দ্রঃ গ্রেফতারকৃত আসামী হাবিব (২৮) এর নিকট হইতে কেরাণীগঞ্জ মডেল থানার মামলা নং-২২, তারিখ-১২/০৫/২৫খ্রিঃ, ধারা-৩৮২/৩৪ পেনাল কোড এর লুণ্ঠিত আলামত সিগারেট বিক্রির নগদ ১,৫৫,০০০/- (এক লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা ও গ্রেফতারকৃত শাহাবউদ্দিন ওরফে সাবু (৩২), এর মুদি দোকান হইতে উক্ত মামলার আলামত ১। ০৪ বান্ডেল ব্ল‍্যাক ডায়মন্ড সিগারেট, ২। দুই বান্ডেল ম্যারিজ সিগারেট৩। ৫৭৫ পিচ স্টার কোম্পানীর গ্যাস লাইট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক থানায় চুরির মামলা রয়েছে।

জনপ্রিয়

ঢাকার কেরানীগঞ্জে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

প্রেস বিজ্ঞপ্তি:  দক্ষিণ কেরাণীগঞ্জে ডাকাতির ঘটনার সহিত জড়িত আসামীদের গ্রেফতার

প্রকাশের সময় : ১৩ ঘন্টা আগে

 

ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার কেরাণীগঞ্জ সার্কেল জনাব মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ও অফিসার ইনচার্জ দক্ষিন কেরাণীগঞ্জ থানা এর তত্ত্বাবধায়নে আভিযানিক টিম অদ্য ১১/০৭/২০১৫ খ্রিঃ তারিখ অভিযান পরিচালনা করেন।

ঘটনার বিবরণঃ-বাদী মোঃ কেরামত আলী (৪৬), পিতা-মোঃ মারফত আলী, মাতা-আমেনা বেগম, সাং-বালুয়াটেক,ডাকঘর-সোনাকান্দা, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা থানায় হাজির হইয়া লিখিতভাবে অভিযোগ দায়ের করেন যে, বাদী তাহার ঠিকানায় থাকিয়া দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন দড়িগাঁও বটতলী বাজার কবরস্থান সংলগ্ন আল খায়ের জামে মসজিদের নিচে অফিসে পাইকারী মুদি মালামালের ব্যবসায় করেন। প্রতিদিন সকাল ০৮.০০ ঘটিকা হইতে রাত অনুমান ১১.০০ ঘটিকা পর্যন্ত বাদী উক্ত অফিসে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করিয়া কার্যক্রম শেষে অফিস বাহির হইতে তালাবদ্ধ করিয়া বাসায় চলিয়া যান। ইং ২০/০৭/২০২৫ ভারিখ রাত অনুমান ০২,৪০ ঘটিকার সময় বাদী তার ম্যানেজার হুমাইয়ুনের মাধ্যমে সংবাদ পান যে, বাদীর উক্ত অফিসে ডাকাতির ঘটনা ঘটিয়াছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে বাদী ও তাহার পরিবারের লোকজন বাদীর অফিসে পৌছাইয়া দেখিতে পায় অফিসের তালা কাটা এবং ভিতরে সবকিছু এলোমেলো অবস্থায় পড়িয়া আছে। অফিসের ভিতরে প্রবেশ করিয়া দেখিতে পায় অফিসে থাকা সিসিউডি ক্যামেরা, ১০টি লকার, ১টি আলমারী ও ড্রয়ারের লকার ভাঙ্গা অবস্থায় এবং ৩টি এলইডি টিভি, যাহার মূল্য অনুমান ৪৫,০০০/-(পয়তাল্লিশ হাজার) টাকা, ১টি ল্যাপটপ, যাহার মূল্য অনুমান ৫৫,০০০/-(পঞ্চার হাজার) টাকা এবং অফিসের ক্যাস বক্সে থাকা অনুমান ২০,০০০/-(বিশ হাজার) টাকা নাই। পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়ে বাজারের নাইট গার্ড আমজাদ (৩২), পিতা-লালচীন, মাতা- মাজেদা, সাং-দড়িগাঁও বটতলী, থানা-দক্ষিন কেরাণীগঞ্জ, জেলা-ঢাকাকে জিজ্ঞাসা করিলে সে জানায়, ইং ২০/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ০১.৫০ ঘটিকার সময় অজ্ঞাতনামা ১০/১২জন ডাকাত বানীর অফিসের সামনে আসিয়া দায়িত্বরত নাইট গার্ডকে হত্যার হুমকি দিয়া তাছার পরিহিত গামছা ও স্যান্ড গেঞ্জি দিয়া হাত পা ও মুখ বাধিয়া মসজিদের সামুনের টিউবওয়েলের সাথে বাধিয়া আসামীদের সাথে থাকা হাইড্রোলিক রড কাটার ম্যাশিন দিয়া অফিসের কেচি গেইট ও সাটারের ১০টি তালা কাটিয়া অফিসের ভিতর প্রবেশ করে। ডাকাতরা অনুমান ৩০-৪০ মিনিট বাদীর অফিসের ভিতর ডাকাতি করিয়া অনুমান রাত ০২.৩০ ঘটিকার সময় বর্ণিত নগদ টাকাও মালামাল নিয়া আব্দুল্লাহপুর ভাওয়ারভিটির দিকে চলিয়া যায়। ঘটনার বিষয়ে বাদীর অভিযোগ ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৪৪, তারিখ- ২১/০৭/২৫; ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০ রুজু হয়।

থানায় মামলা রুজু হওয়ার পর পুলিশ সুপার ঢাকা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার কেরাণীগঞ্জ সার্কেল জনাব মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ও অফিসার ইনচার্জ দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এর তত্ত্বাবধায়নে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ, কেরাণীগঞ্জ মডেল থানা পুলিশ ও ডিবি (দক্ষিণ) এর সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। উক্ত চৌকস টিম তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলা ও আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে আসামী ১। মোঃ নাছির উদ্দিন (৫০), পিতা-মৃত চাঁন মিয়া মোল্লা, মাতা-সেলিনা বেগম, সাং-হলুদীয়া ওয়ার্ড নং-০৫, ইউপি-হলুদীয়া, মোল্লা বাড়ী, থানা-আমতলী, জেলা। বরগুনা, বর্তমান সাং-দীঘিরচালা ইলিয়াসের বাড়ীর ভাড়াটিয়া, থানা-বাসান, জেলা-গাজীপুর, ২। মোঃ মোতালেব, প্রমানিক (৩৭), পিতা-মৃত ময়দান প্রমানিক, মাতা-মনোয়ারা বেগম, সাং-নবীপুর, ওয়ার্ড নং-০৯, ইউপি-তালগাছ, থানা-শাহাজাতপুর, জেলা-সিরাজগঞ্জ, বর্তমানে টংঙ্গাবাড়ী, মাঝিপাড়া কবিরের বাড়ীর ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৩। মোঃ শাহ আলম হোসেন প্রামানিক (২৯), পিতা-শাহাজান প্রামানিক, মাতা-মৃত মরিয়ম বেগম, সাং-সেনগাতী, ওয়ার্ড নং-০৮, ইউপি-দুর্গানগর, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ, বর্তমান সাং- টংঙ্গাবাড়ী মাঝিপাড়া খালেক হাজীর বাড়ির ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৪। মোঃ রমজান আলী (৩০), পিতা-মৃত মজনু প্রামানিক, মাতা-মৃত পরি খাতুন, সাং-বলদীপড়া, ওয়ার্ড নং-০৫, ইউপি কাইয়ুমপুর, থানা-শাহাজাতপুর, জেলা-সিরাজগঞ্জ, বর্তমান সাং- টংঙ্গাবাড়ী মাঝিপাড়া খালেক হাজীর বাড়ির ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৫। হাবিব (২৮), পিতা- নুর মোহাম্মদ হাওলাদার, সাং- দক্ষিণ চরদেবর, থানা- হিজলা, জেলা- বরিশাল, বর্তমান সাং- তেলিপাড়া মীর মোশারফের বাড়ীর ভাড়াটিয়া, থানা-বাসন, জেলা-গাজীপুরদের গ্রেফতার করা হয় উক্ত আসামীগন জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করে।

জব্দকৃত আলামত: ০১। ০১ টি লাল কালো রংয়ের ১৫০ সিসি মোটর সাইকেল, ০২। ০১টি ড্রিল মেশিন,০৩। ০১ টি পাইপ রোজ, ০৪। ০২টি কোড়া বালি, ০৫। ০১টি হ্যাসকো রেড, ০৬। ০১টি লোহার রড, ০৭। ০১টি সেলাই রেঞ্জ, ০৮। ০১টি প্লাস,০৯। ০১টি ৫ পয়েন্ট মাল্টিপ্লাগ, ০২টি সাতুল একটি পালসার মোটরসাইকেল যাহা আসামী নাসির (৫০) এর নিকট হইতে উদ্ধার করা হয়। এছাড়াও সূত্রোক্ত মামলার মূল হোতা শাহাবউদ্দিন ওরফে সাবু (৩২), পিতা- মৃত আনোয়ার হোসেন, সাং- গাজীরচট মুন্সিপাড়া, থানা- আশুলিয়া, জেলা-ঢাকা এর বসত বাড়ীর শয়নকক্ষের খাটের নিচ হইতে পাটের বস্তা দ্বারা মোড়ানো অবস্থায় অস্ত্র মামলার আলামত ০২টি লুরিত এলইডি টেলিভিশন (১টি স্যামসাং ব্র‍্যান্ডের ও একটি ওয়ালটন ব্র‍্যান্ডের) উদ্ধার করা হয়। (উল্লেখ্য যে শাহাবউদ্দিন ওরফে সাবু (৩২) চাঁদপুর শাহারাস্তি থানার মামলা নং-৩, তারিখ-০৮/০৭/২৫খ্রিঃ, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড এর আসামী হওয়ায় তাকে উক্ত মামলার তদন্তকারী অফিসার এর নিকট হস্তান্তর করা হয়েছে পরবর্তীতে অত্র মামলায় পূনঃ গ্রেফতার দেখানো হবে)।

বিঃ দ্রঃ গ্রেফতারকৃত আসামী হাবিব (২৮) এর নিকট হইতে কেরাণীগঞ্জ মডেল থানার মামলা নং-২২, তারিখ-১২/০৫/২৫খ্রিঃ, ধারা-৩৮২/৩৪ পেনাল কোড এর লুণ্ঠিত আলামত সিগারেট বিক্রির নগদ ১,৫৫,০০০/- (এক লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা ও গ্রেফতারকৃত শাহাবউদ্দিন ওরফে সাবু (৩২), এর মুদি দোকান হইতে উক্ত মামলার আলামত ১। ০৪ বান্ডেল ব্ল‍্যাক ডায়মন্ড সিগারেট, ২। দুই বান্ডেল ম্যারিজ সিগারেট৩। ৫৭৫ পিচ স্টার কোম্পানীর গ্যাস লাইট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক থানায় চুরির মামলা রয়েছে।